নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় চলতি ইরি মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ মে) দুপুরে ফিতা কেটে ধান ক্রয়ের সূচনা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চিলাহাটি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার কানু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল হেলালসহ স্থানীয় গণ্যমান্যরা।
এবার প্রতি কেজি ধানের মূল্যে নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা। উপজেলার চিলাহাটি খাদ্য গুদামে বরাদ্দ দেওয়া হয়েছে ৯৯০ মেট্রিক টন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ১৭, ২০২১
এসআরএস