ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

শিল্পকলায় শুরু হচ্ছে তিন মাসব্যাপী চিত্র প্রদর্শনী

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
শিল্পকলায় শুরু হচ্ছে তিন মাসব্যাপী চিত্র প্রদর্শনী

ঢাকা: চালু হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার স্থায়ী গ্যালারি।

একাডেমির জাতীয় চিত্রশালার ১নম্বর গ্যালারি দ্বিতীয় তলায় ৯৫জন শিল্পীর ১৩৮টি শিল্পকর্ম নিয়ে অনুষ্ঠেয় তিন মাসব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধনীর মধ্য ‍দিয়ে মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল ৫টায় গ্যালারিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী ও শিল্পী রফিকুন নবী।

প্রদর্শনীতে স্থান পাচ্ছে শিল্পী জয়নুল আবেদিনের ৪টি, সফিউদ্দিন আহমেদের ৪টি, আনোয়ারুল হকের ২টি মো. কিবরিয়ার ৩টি, আমিনুল ইসলামের ২টি, আব্দুর রাজ্জাকের ৩টি, রশীদ চৌধুরীর ২টি, মুর্তজা বশীরের ৩টি, কাজী আব্দুল বাসেদের ৩টি, এস এম সুলতানের ৪টি, দেলোয়ারের ১টি, দেবদাস চক্রবর্তীর ৩টি, কাইয়ুম চৌধুরীর ৩টি, আবু তাহেরের ২টি, নিতুন কুন্ডুর ১টি, সামসুল ইসলাম নিজামীর ২টি, হামিদুর রহমানের ১টি, প্রাণেশ মন্ডলের ১টি, সৈয়দ জাহাঙ্গীরের ৩টি, সফিকুল হোসেনের ১টি, রফিকুন নবীর ২টি, সমরজিৎ রায় চৌধুরীর ২টি, হাশেম খানের ২টি, জুনাবুল ইসলামের ২টি, মোহাম্মদ মহসিনের ১টি, মুস্তফা মনোয়ারের ২টিসহ ৯৫জন শিল্পীর ১৩৮টি শিল্পীকর্ম।

প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং সরকারি ছুটির দিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।