ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

সিলেবাসের বাইরে | নিশাত হোসেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
সিলেবাসের বাইরে | নিশাত হোসেন

সিলেবাসের বাইরে

একটু অন্ধকার হোক,
নত হোক বাতির আলো।
তুমি গহনা খুলে রাখো
বিনাশের শব্দ কানে আসার আগেই
আমরা পাড়ি দেবো-
শত্রুতার মিথ্যে পত্রিকা।


সুধী সমাবেশে
তোমার উদ্বেল শাড়ি,
তা ভুলে যাওয়ার আগেই
আমরা উঠে পড়বো-
পবিত্র কোনো বেদীতে।
আরেকটু আঁধার নামুক,
আরেকটু আত্মব্যস্ত হোক,
মানুষনামী -
সৃষ্টি।

আমাদের কিস্তি কিস্তি চা
ফর্মা ফর্মা প্রেম
তবেই উঠে যাবে-
উটের পিঠে, পারস্যে।
আমরা সেদিন ইশকুলের বোর্ডে ভালোবাসাবাসিই খেলবো…

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।