ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

বোশেখ বন্দনা | মো. হামিদুর রহমান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, এপ্রিল ১৯, ২০১৬
বোশেখ বন্দনা | মো. হামিদুর রহমান

বোশেখ এলেই আকাশ জুড়ে মেঘ-রোদ্দুর খেলা জমে,
চিক-মিক-মিক আলোর হাসি কিশলয়ে সবুজ পাতায়,
চপল হাওয়া উপচে পড়ে দিকবিদিকে দমে দমে,
প্রাণের ভিতর প্রাণ- অফুরান পুলক ভরা পরাণ মাতায়।

স্মৃতির ঘরে টুক দিয়ে যায় প্রীতিকাতর কিশোর বেলা,
পয়লা বোশেখ মায়ের মুখে প্রাণ জুড়ানো মধুর হাসি,
বাজার জুড়ে হালখাতারই রমরমা সে মোহন মেলা,
আউশ ক্ষেতে বীজ বুনে যায় সাত সকালে ব্যস্ত চাষী।

গাঁ-গেরামে মিঠাই পায়েশ মিষ্টি মুখের ছড়াছড়ি,
বাউল গানের আসর বসে জমিয়ে উঠোন রাতের বেলা,
নগর জুড়ে ভর্তা-ভাজি পান্তা-ইলিশ গড়াগড়ি,
সাজ পোষাকে লাল সাদা আর হলুদ কালো রঙের খেলা।

সূর্যোদয়ে বটমূলে ছায়ানটের আবাহনে,
রমনা পার্কে মানব জোয়ার নারী শিশু বৃদ্ধ যুবা,
নতুন বছর ঐ আসে ঐ শতকণ্ঠের গানে গানে,
চারুকলায় রঙের মেলা মুখ ও মুখোশ পাচ্ছে শোভা।

বাংলা মায়ের আসন পাতা বিশ্ব নিখিল ভুবন জুড়ে,
মঙ্গলেরই বার্তা নিয়ে প্রতি বছর বোশেখ আসে,
কল্যাণেরই বৃষ্টি নামে মেঘমেদুর আকাশ ফুঁড়ে,
মনের কাছে মন ছুটে যায় মনের টানে প্রাণোচ্ছ্বাসে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।