‘থ্রি নভেলস’ কথাসাহিত্যিক মোস্তফা কামালের অনবদ্য তিন উপন্যাসের সংকলন। উপন্যাস তিনটি হচ্ছে ‘তালিবান, পাক কর্নেল এবং এক তরুণী’ (‘Taliban, Pak Colonel and a Young Lady’), ‘বারুদ পোড়া সন্ধ্যা’ (‘Flaming Eventide’) ও ‘তেলবাজ’ (‘The Flatterer’)।
‘তালিবান, পাক কর্নেল এবং এক তরুণী’ উপন্যাসে এমন একটি দেশের ঐতিহাসিক ঘটনাবলির ধারাবাহিকতা সংশয়াতীতভাবে উঠে এসেছে, যেখানে স্বেচ্ছাচারিতার ছায়ায় ধর্মান্ধতা লালিত হয়। পাকিস্তানের টালমাটাল সামাজিক ও রাজনৈতিক অবস্থার বয়ান উঠে এসেছে লেখকের বিচক্ষণতায়।
‘বারুদ পোড়া সন্ধ্যা’ উপন্যাসে উঠে এসেছে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাকামী জনতার মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী অবস্থা। এক মুক্তিযোদ্ধার পরিবারের ওপর রাজাকারদের আগ্রাসনের দৃশ্যপট জীবন্ত হয়ে উঠেছে লেখকের শৈল্পিকতায়।
ব্যঙ্গাত্মক বয়ানে মোস্তফা কামালের মুনশিয়ানা মুগ্ধতা ছড়ায়। অযোগ্য-অদক্ষ মানুষগুলোর শীর্ষে ওঠার একমাত্র অবলম্বন হয়ে ওঠে ‘তৈল মর্দন’। এই তেলবাজিকে ওপরে ওঠার সিঁড়ি গণ্য করে অনেকেই। অযথা প্রশংসা আর গুণবাচক শব্দ-বাক্যে তারা বসদের আত্মতুষ্টি বিলিয়ে যায়। এ নিয়ে উপন্যাস ‘তেলবাজ’।
বিশ্বের সর্ববৃহৎ অনলাইন স্টোর আমাজনসহ ভারত ও বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন স্টোরগুলোতে মিলছে ‘থ্রি নভেলস’। ভারতের ফ্লিপকার্ট ও ইনফিবিম এবং বাংলাদেশের রকমারিতে পাওয়া যাবে বইটি।
সুদীর্ঘ ২৭ বছর ধরে সাহিত্যের নানা আঙিনায় মোস্তফা কামালের পদচারণ। লিখে চলেছেন নিরলস। এ পর্যন্ত বেরিয়েছে তাঁর ৯৯টি বই। এর মধ্যে ৩৬টি উপন্যাস, ১১টি সায়েন্স ফিকশন, ১৩টি কিশোর উপন্যাস, ১০টি বিদ্রূপাত্মক রচনা, ১০টি প্রবন্ধ-নিবন্ধ ও দুটি ছোটগল্প।
প্রসঙ্গত, মোস্তফা কামাল পেশায় সাংবাদিক। সংবাদপত্রে কলাম লিখছেন নিয়মিত। রিপোর্টিং করেছেন দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোতে। বর্তমানে দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠ’র নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
জেএম