মঙ্গলবার (৯ অক্টোবর) উৎসবের পঞ্চমদিনের বিকেলে উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আবৃত্তি, সংগীত ও নৃত্য।
বাচিক শিল্পী শিমুল মুস্তফার কন্ঠের জাদুতে কবিতার শব্দ গেঁথে যায় দর্শকের হৃদয়ে।
সবশেষে মঞ্চায়িত হয় পথনাটক ‘কালের সাক্ষী’। নাট্যগোষ্ঠী রঙ্গনার শিল্পীরা অভিনয় দিয়ে ফুটিয়ে তুলেন নাটকের বিষয়বস্তু। নাটকটির রচয়িতা সিরাজ হায়দার এবং নির্দেশনা দিয়েছেন হাসান হাফিজুর রহমান।
শহীদ মিনারকে কেন্দ্র করে নাটকের গল্পে দেখা যায়, ভাষা আন্দোলনের মিছিল দেখেছেন এমন একজন জয়নাল পাগলা মনে করেন শহীদরা তার সন্তান। তাই তিনি পাহারা দেন শহীদ মিনার। কোনো ক্ষতি করতে দেন না শহীদ মিনারের। আছেন ছাত্রনেতা, যিনি মুক্তিযুদ্ধে হারিয়েছেন তার পা। মুক্তিযুদ্ধের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তার প্রেমিকার সঙ্গে। দীর্ঘদিন পর প্রেমিকার সঙ্গে তার দেখা হয় সেই শহীদ মিনারেই। এভাবেই এগিয়ে চলে নাটকের কাহিনী।
শিল্পীদের অনন্য অভিনয়ে দর্শকদের সামনে জীবন্ত হয়ে উঠে নাটকের মূল ভাবনা।
বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এইচএমএস/এএটি