বুধবার (২৭ মার্চ) রাতে রংপুর নাট্যকেন্দ্রের পরিবেশনায় কানাই চাঁদের নন্দিনী নাটকটি মঞ্চায়নের মধ্য দিয়ে শুরু হওয়া এ নাট্যোৎসব চলবে ৩১ মার্চ পর্যন্ত।
এর আগে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ আয়োজিত কলেজ মোড়ে নতুন টাউন হলে দুই বাংলার নাট্যোৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ। অন্য অতিথিদের মধ্যে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, পৌর মেয়র আব্দুল জলিল, বিশিষ্ট আইনজীবী (পিপি) আব্রাহাম লিংকন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য রাজ্জাক মুরাদ প্রমুখ। সভাপতিত্ব করেন প্রচ্ছদ-কুড়িগ্রাম এর সভাপতি জুলকার নাইন স্বপন।
দ্বিতীয়দিনে ২৮ মার্চ প্রচ্ছন-কুড়িগ্রামের নাটক নামানুষ, তৃতীয় দিনে ২৯ মার্চ ভারতের কলকাতার মিউনাসের নাটক দূষণ, চতুর্থদিন ৩০ মার্চ ঢাকার শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক চম্পাবতী এবং শেষ দিন ৩১ মার্চ ভারতের শিলিগুড়ির সৃজনসেনার নাটক ম্যানিকুইন পরিবেশিত হবে।
নাট্যোৎসব আয়োজক কমিটির সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক বাংলানিউজকে জানান, সমাজ ভাবনার প্রতিচ্ছবি নাটক সুস্থ বিনোদনের প্রায় সবকিছু সংকুচিত হয়ে আসছে ক্রমশ; তবু আমাদের মধ্যবিত্ত যাপিত জীবনের বিশেষ বিশেষ দিনের সঙ্গে জড়িয়ে আছে নাটক-মঞ্চ নাটক। কারণ মঞ্চ নাটকেই কেবল খুঁজে পাওয়া যায় অম্ল-মধুর হাসি-কান্না জীবন সংগ্রামের লাইভ উপস্থাপন। মঞ্চ নাটক তাই অনেক কাছের অনেক আপন মনে হয় আমাদের। তাই এ উৎসবের সবকটি নাটক দেখার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এফইএস/জেডএস