ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

জন্মবার্ষিকীতে সিলেটে কবি নজরুলকে স্মরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, মে ২৫, ২০১৯
জন্মবার্ষিকীতে সিলেটে কবি নজরুলকে স্মরণ কবি নজরুলের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ছবি: বাংলানিউজ

সিলেট: ১২০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ভালোবাসায় জাতীয় কবি নজরুল ইসলামকে স্মরণ করলো সিলেটের মানুষ।

শনিবার (২৫ মে) দুপুরে নগরের রিকাবিবাজারে কবি নজরুলের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।  

এ সময় শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব ও নজরুল পরিষদ সিলেট।

এছাড়া সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত নাট্য পরিষদ, শ্রুতি সিলেট, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, কথাকলি সিলেট, লিটল থিয়েটার, সারেগামা ও সুরবাণী, নৃত্যশৈলী, নৃত্যরঙ, তারুণ্য, নান্দিক নাট্যদল, দ্বৈতস্বর, একদল ফিনিক্স, অন্বেষা, গীত বিতান বাংলাদেশ, রবীন্দ্র সঙ্গীত শিল্পী পরিষদের নেতরাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কবির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধা নিবেদন শেষে কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিসিক মেয়র আরিফুল, আবৃত্তি সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু ও সিলেট নজরুল পরিষদের সদস্য সচিব নীলাঞ্জন দাশ টুকু।

সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট নজরুল পরিষদের আহ্বায়ক আমিরুল ইসলাম বাবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২৫, ২০১৯
এ‌নইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।