ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শিল্পকলায় দু’দিনব্যাপী ভারতীয় শাস্ত্রীয় সংগীত উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
শিল্পকলায় দু’দিনব্যাপী ভারতীয় শাস্ত্রীয় সংগীত উৎসব মালহার ফেস্টিভ্যালের পোস্টার। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দু’দিনব্যাপী ভারতীয় শাস্ত্রীয় সংগীত উৎসব ‘মালহার ফেস্টিভ্যাল’ এর আসর বসবে শুক্রবার (২৬ জুলাই) ।

বুধবার (২৪ জুলাই) ভারতীয় হাইকমিশন ঢাকা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উৎসবের আয়োজন করছে ভারতীয় হাইকমিশন, ঢাকা।

জানা যায়, শুক্রবার ও শনিবার দু’দিনব্যাপী ভারতীয় শাস্ত্রীয় সংগীতের এ আসরে অংশ নেবেন ভারতীয় পণ্ডিত কুশল দাস, পণ্ডিত দেবজ্যোতি বোস, পণ্ডিত শুভংকর ব্যানার্জি ও শ্রীমতী সায়নী সিন্ধে। আর উৎসবে বাংলাদেশ থেকে থাকবেন প্রিয়াঙ্কা গোপ।

শিল্পকলা একাডেমির মূল থিয়েটার হলে আয়োজিত দু’দিনব্যাপী এ উৎসব সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।

শুক্রবার (২৬ জুলাই) ও শনিবার (২৭ জুলাই) দু’দিনব্যাপী অনুষ্ঠেয় এ উৎসব সবার জন্য উন্মুক্ত বলে জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এইচএডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।