ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

ভারতীয় হাইকমিশনের মালহার উৎসবে মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
ভারতীয় হাইকমিশনের মালহার উৎসবে মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা মালহার উৎসবে মুগ্ধতা ছড়িয়েছেন শিল্পীরা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ঢাকার ভারতীয় হাইকমিশন আয়োজিত মালহার উৎসবে শাস্ত্রীয় ঘরানার সংগীত শিল্পীদের পরিবেশনা মুগ্ধ হয়ে উপভোগ করেছেন দর্শক-শ্রোতারা।

শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির মূল থিয়েটার হলে দু’দিনব্যাপী এ সংগীত উৎসব শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতেই দু’টি রাগ সংগীত পরিবেশন করেন ভারতীয় কণ্ঠশিল্পী শ্রীমতি সায়নী সিন্ধে সাত্যায়া।

এরপর যৌথভাবে সেতার এবং তবলা পরিবেশন করেন ভারতীয় পণ্ডিত কুশল দাস ও পণ্ডিত শুভংকর ব্যানার্জি। এসময় তাদের সহযোগীতা করেন পণ্ডিত কুশল দাসের ছেলে রঞ্জিত দাস।

সেতার ও তবলার নান্দনিকতার সুরে দর্শকশ্রোতা হারিয়ে যান সুরের ঝরনা ধারায়। সেতার ও তবলার সুর থেমে গেলেও দর্শকদের সুরের মুগ্ধতা শেষ হয় না। দর্শকদের অনুরোধে আবার বাজাতে হয়।

উৎসবের প্রথম দিনে শিল্পকলা একাডেমির থিয়েটার হল কানায় কানায় পূর্ণ ছিল। এতে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলীসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে শিল্পীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রেস্ট দেন রিভা গাঙ্গুলী।

শনিবার (২৭ জুলাই) দু’দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে মালহার উৎসবে অংশ নেবেন বাংলাদেশের শাস্ত্রীয় সংগীত শিল্পী প্রিয়াঙ্কা গোপ, ভারতীয় পণ্ডিত দেবজ্যোতি বসু ও পণ্ডিত শুভংকর ব্যানার্জি।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯ 
আরকেআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।