ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

রাজশাহীতে অষ্টম জীবনানন্দ কবিতা মেলা ২৫ অক্টোবর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
রাজশাহীতে অষ্টম জীবনানন্দ কবিতা মেলা ২৫ অক্টোবর

রাজশাহী: রাজশাহীতে কবিকুঞ্জের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম জীবনানন্দ কবিতা মেলা-২০১৯।

আগামী ২৫ ও ২৬ অক্টোবর রাজশাহীর শাহ মখদুম (রহ.) কলেজ প্রাঙ্গণে এই মেলা আয়োজিত হবে। এবারের আয়োজনে কবিতায় কবি শিবলী মোকতাদিরকে কবিকুঞ্জ পদক-২০১৯  এবং ‘অরণি’ সম্পাদক কবি মাহমুদ কামালকে ছোটকাগজ কবিকুঞ্জ সম্মাননা-২০১৯ প্রদান করা হবে।

 

বুধবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবারের জীবনানন্দ কবিতা মেলা উদ্বোধন করবেন কবি মাকিদ হায়দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

কবিতা মেলা উপলক্ষে দেশ-বিদেশের শতাধিক বরেণ্য কবি, সাহিত্যিক ও আবৃত্তিশিল্পী অংশগ্রহণ করবেন। মেলার উদ্বোধন হবে ২৫ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টায়।

ছবি: কবি শিবলী মোকতাদির ও অরণি সম্পাদক কবি মাহমুদ কামাল।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এসএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।