ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

সুলতান স্মরণসভায় সম্মাননা পেলেন ১০ শিল্পী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
সুলতান স্মরণসভায় সম্মাননা পেলেন ১০ শিল্পী দশ শিল্পীকে সম্মাননা দিয়েছে ক্যানভাস অব বাংলাদেশ। ছবি: বাংলানিউজ

ঢাকা: ৯ অক্টোবর ছিল চিত্রশিল্পী এস এম সুলতানের ২৫তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে শনিবার (১২ অক্টোবর) ক্যানভাস অব বাংলাদেশ সম্মাননা তুলে দিল দশ শিল্পীর হাতে। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের ভিআইপি সেমিনার কক্ষে এ সম্মাননা দেওয়া হয়।

এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক মোস্তাফিজুর হক। বক্তব্য রাখেন- শিল্পী আবদুল মান্নান, গীতিকার শামিম রুমি টিটন, ক্যানভাস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ প্রমুখ।

অনুষ্ঠানে চিত্রকলায় মাহফুজা বিউটি ও ডা. এম এ বারী, ভাস্কর্য শিল্পে শ্যামল চৌধুরী ও মাসুদুল হক, ছাপচিত্রে অধ্যাপক ড. হীরা সোবাহান, মৃৎশিল্পে মাসুদুর রহমান, কারুশিল্পে ইন্দ্রজিৎ ঘোষ, ফ্যাশন ডিজাইনিংয়ে নাজমুল কাদির কায়কোবাদ ও ফাতেমা আক্তার এবং রন্ধনশিল্পে লাইজু নিপাকে সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
ডিএন/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।