ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

কর্পোরেট কর্নার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার বেঙ্গল মিট প্ল্যান্ট পরিদর্শন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, জুলাই ৯, ২০২৫
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার বেঙ্গল মিট প্ল্যান্ট পরিদর্শন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বেঙ্গল মিট প্ল্যান্টের মত শিল্প-উদ্যোগ শুধু রপ্তানি সক্ষমতা বাড়াবে না, বরং গ্রামীণ অর্থনীতি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  

তিনি বলেন, এ ধরনের শিল্প-উদ্যোগ শুধু রপ্তানি সক্ষমতা বাড়াবে না, বরং গ্রামীণ অর্থনীতি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, বেঙ্গল মিট-এর মতো উদ্যোগ দেখে দেশের আরও উদ্যোক্তা এগিয়ে আসবেন।

সম্প্রতি পাবনার বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আধুনিক মাংস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট পরিদর্শন করেন উপদেষ্টা। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান, পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, সাঁথিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বেঙ্গল মিটের হেড অব প্রকিউরমেন্ট ছায়াদুল হক ভূঁইয়া।

পরিদর্শনকালে উপদেষ্টা প্ল্যান্টের আধুনিক অবকাঠামো, ইটিপি, ওয়াটার ট্রিটমেন্ট সুবিধা, বায়োগ্যাস প্ল্যান্টসহ পরিবেশবান্ধব প্রযুক্তি ও কার্যক্রম ঘুরে দেখেন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে বেঙ্গল মিট-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি শিল্পখাতে সরকারের নীতিগত সহায়তা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ