ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

কোহলিকে আউট করে এবাদতের স্যালুট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, ডিসেম্বর ৭, ২০২২
কোহলিকে আউট করে এবাদতের স্যালুট ছবি: শোয়েব মিথুন

ব্যাটিংয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। পরে দারুণ জুটিতে ভালো সংগ্রহ এনে দেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ।

এই দুজনের জুটিতে তিন ম্যাচ ওয়ানডের দ্বিতীয়টিতে ভারতকে ২৭২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ।  

জবাব দিতে নামা ভারতের বিপক্ষে বাংলাদেশের দরকার ছিল ভালো শুরুর। সেটি এনে দিয়েছেন এবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান। প্রথমে এবাদত হোসেন সাজঘরে ফেরত পাঠিয়েছেন বিরাট কোহলিকে। পরে ধাওয়ানকে আউট করেছেন মোস্তফিজ।  

রোহিত শর্মা ইনজুরিতে পড়ায় এদিন ইনিংস উদ্বোধনে আসেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি। প্রথম বলেই চার হাঁকান কোহলি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে এসে তাকে সাজঘরে ফেরত পাঠান এবাদত।  

পুল করতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে যান কোহলি। আউট করেই ছুটতে শুরু করেন এবাদত। দৌড়ে যান ড্রেসিং রুমের কাছে। স্যালুট জানান ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে থাকা অ্যানাল্ড ডোনাল্ডকে। ৬ বলে ১ চারে ৫ রান করেন তিনি।  

পরের ওভারে বাংলাদেশ আরও এক উইকেট নেয়। এবার মোস্তাফিজ ফেরান শেখার ধাওয়ানকে। পয়েন্টে দাঁড়ানো মিরাজের হাতে ক্যাচ দেন তিনি। এই প্রতিবেদন লেখা অবধি ৫ ওভার শেষে ২ ‍উইকেট হারিয়ে ২২ রান করেছে ভারত।  

বাংলাদেশ সময় : ১৬৫৫ ঘণ্টা, ৭ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।