ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে সিরাজ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে সিরাজ

বল হাতে দুর্দান্ত ধারাবাহিকতার পুরস্কার পেলেন মোহাম্মদ সিরাজ। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে হটিয়ে ওয়ানডেতে বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এলেন এই ভারতীয় পেসার।

 

প্রায় তিন বছর ভারতের ওয়ানডে দলের বাইরে কাটিয়েছেন সিরাজ। তবে গত বছরের ফেব্রুয়ারিতে ডাক পেয়ে দারুণভাবে কাজে লাগিয়েছেন এই ডানহাতি বোলার। সেই থেকে ২০টি ৫০ ওভারের ম্যাচ খেলে ৩৭ উইকেট ঝুলিতে পুরেছেন ২৮ বছর বয়সী সিরাজ।

এর আগে গতকাল মঙ্গলবার আইসিসির নির্বাচিত বর্ষসেরা ওয়ানডে একাদশেও ছিলেন সিরাজ। সেই খুশির মাঝেই উদযাপনের নতুন উপলক্ষ পেয়ে গেলেন তিনি। শুধু বোল্ট-ই নন, ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষে উঠার পথে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডকেও পেছনে ফেলেছেন সিরাজ।  

দীর্ঘদিন থেকেই ফর্মের তুঙ্গে অবস্থান করছেন সিরাজ। তবে ঘরের মাটিতে সর্বশেষ দুই সিরিজে (শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে) তার পারফম্যান্স ছিল এক কথায় নজরকাড়া। ভারতের বোলিং কোচ পরস মামব্রের পরামর্শে নিজের খেলায় পরিবর্তন আনেন সিরাজ এবং সেই বাড়তি অনুশীলন তার কাজেও লেগেছে। সাম্প্রতিক সময়ে বল হাতে দারুণ নিয়ন্ত্রণ যার সাক্ষ্য দিচ্ছে।  

কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে ৯ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই তুলে নিয়েছিলেন চার উইকেট। এতে তার রেটিং পয়েন্ট গিয়ে দাঁড়ায় ৭২৯-এ। র‍্যাংকিংয়ের দুইয়ে নেমে যাওয়া হ্যাজেলউডের চেয়ে যা ২ পয়েন্ট বেশি। আর কিউই পেসার বোল্ট ৭০৮ রেটিং পয়েন্ট নিয়ে আছেন তিনে। অন্যদিকে ভারতের আরেক পেসার মোহাম্মদ শামি ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩২তম স্থানে।  

ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাংকিংয়েও পরিবর্তন এসেছে। বড় ব্যবধানে এগিয়ে শীর্ষেই আছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। তবে শীর্ষ দশে আছেন ভারতের তিনজন, যারা দ্রুতগতিতে বাবরের প্রতিদ্বন্দ্বী হওয়ার পথে এগিয়ে গেছেন। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করার পরের ম্যাচেই সেঞ্চুরি হাঁকান শুভমান গিল। এতে ২০ ধাপ লাফিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন তিনি।  

শুভমান উঠে আসায় এক ধাপ নিচে নেমে গেছেন তার সতীর্থ বিরাট কোহলি। দুর্দান্ত ফর্মে থাকা 'কিং কোহলি' আছেন সপ্তম স্থানে। অন্যদিকে ইন্দোরে কিউইদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি তুলে নেওয়া রোহিত শর্মা দুই ধাপ এগিয়ে আছেন আটে।  

ভারতের কাছে ধবলধোলাইয়ের শিকার হওয়া নিউজিল্যান্ড র‍্যাংকিংয়ের শীর্ষস্থান খুইয়েছে- সেই ভারতের কাছেই। তবে দল পেছলেও কিউই ব্যাটার ডেভন কনওয়ে এগিয়েছেন ১৩ ধাপ। ভারতের বিপক্ষের সিরিজের শেষ ম্যাচে দারুণ এক সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটার আছেন ৩৭তম স্থানে।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।