ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

‘রান হওয়া ব্যাটারের ওপর নির্ভর করে, উইকেট নয়’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, ফেব্রুয়ারি ১, ২০২৩
‘রান হওয়া ব্যাটারের ওপর নির্ভর করে, উইকেট নয়’

মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা অনেকদিনের। বিশেষত ব্যাটারদের জন্য এটি একদমই সুবিধার নয় বলে দাবি করা হয়।

তবে এবারের বিপিএলে ব্যতিক্রম দেখা যাচ্ছে। বড় রান তাড়া করে জয় পাচ্ছে দলগুলো।

এমনকি খুলনা টাইগার্সের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচে দেখা গেছে জোড়া সেঞ্চুরিও। এসব নিয়ে এবার প্রশংসা শোনা গেছে মাশরাফি বিন মর্তুজার কণ্ঠেও। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম অবশ্য বলছেন, রান করা ব্যাটারদের ওপর।

বুধবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘দেখেন, রান হওয়াটা ব্যাটারের ওপর নির্ভর করে, উইকেটের ওপর নয়। এটা আমি সব সময় বলে এসেছি। ক্রিকেটের সঙ্গে অনেকদিন ধরে আমি সম্পৃক্ত আছি, নিজেও ক্রিকেট খেলেছি। অতীতেও যখন খেলা হয়েছে, ফাইনালে এ মাঠে (মিরপুর) তামিম সেঞ্চুরি করেছে, অন্যান্যদের থেকে সেঞ্চুরি এসেছে। ’

বিসিবি পরিচালকের মত, ব্যাটারদের সঙ্গে বোলারদের লড়াই থাকাটাই ক্রিকেটের জন্য ভালো। তিনি বলেন, ‘আমার মনে হয় এই লড়াইটা থাকা ভালো, উইকেট এবং ব্যাটের মধ্যে যে লড়াই (ব্যাটেল), হয় তো বল জয় করবে, না হয় ব্যাট জয় করবে। সুতরাং যখন রান না হয়, তখন ঠিক একইভাবে বোলারদের উৎসাহিত করা উচিত। ’

‘আমার সবেচেয় ভালো লাগছে, আমাদের কিছু তরুণ ব্যাটার, যারা ভালো করছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল মনে হচ্ছে, সেটাই আমার কাছে ভালো লাগছে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে, ডোমেস্টিক বিপিএলে আরও যারা আমাদের নতুন খেলোয়াড় সুযোগ পাবে এবং তাঁরা যদি ভালো খেলে, তাহলে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হবে। ’

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।