ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নাসির, খুশি নন অধিনায়কত্বে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নাসির, খুশি নন অধিনায়কত্বে ছবি: শোয়েব মিথুন

নাসির হোসেন এবারের বিপিএলে ছিলেন ফর্মের চূড়ায়। ব্যাট ও বল হাতে দারুণ করেছেন তিনি।

১২ ম্যাচের ৪৫.৭৫ গড় ও ১২০.০০ স্ট্রাইক রেটে ৩৬৬ রান এসেছে নাসিরের ব্যাটে। এছাড়া বল হাতে ওভার প্রতি ৬.৮১ গড়ে রান দিয়ে ১৬ উইকেট নিয়েছেন তিনি।  

নাসিরের এমন পারফরম্যান্সের পরও অবশ্য ভালো করতে পারেনি তার দল ঢাকা ডমিনেটর্স। ১২ ম্যাচে কেবল তিনটিতে জিতেছে তারা। অনেকদিন পর পাদপ্রদীপের আলোয় আসা নাসির ছিলেন অধিনায়কও। টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়কত্ব পেয়ে ‘ওয়াও ফিলিংস’ হচ্ছে বলেছিলেন নাসির। বিপিএল শেষে নিজের নেতৃত্বে কতটুকু সন্তুষ্ট তিনি?

মঙ্গলবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচের পর নাসির বলছিলেন, ‘আমি সবসময় অধিনায়কত্ব উপভোগ করি। সবসময় দলের ভালোর জন্যই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। হয়তো অনেক সময় ভুল সিদ্ধান্ত হয় বা ভুল কিছু হয়। আমি আমার তরফ থেকে শতভাগ চেষ্টা করি যেন দলের ভালো হয়। আমি খুশি হতাম যদি দল ভালো করতো। যেহেতু ফল আসেনি তাই আমি খুশি নই। আমার দল সেরা চারে থাকলে বলতে পারতাম খুশি। ’

নিজের অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে নাসির বলেছেন, ‘নিজের পারফরম্যান্সে আলহামদুলিল্লাহ। আল্লাহ্‌ যা করেন ভালোর জন্যই করেন। আমি বলব যে, ভালো পারফরম্যান্স হয়েছে। তবে আরও ভালো করার সুযোগ ছিল। যেমন আজকের ম্যাচটায় আমি জিতিয়ে বের হতে পারলে আরেকটু ভালো লাগতো। ’

ঢাকার দেশি ক্রিকেটারদের মধ্যে কেউ কেউ পারফরম্যান্স করেছেন। নাসির তো ব্যাট-বলে দারুণ পেয়েছেন। শেষদিকে রান পেয়েছেন সৌম্য সরকার, ছিলেন মোহাম্মদ মিথুনও। বল হাতে তাসকিন আহমেদ ছিলেন দুর্দান্ত। তবুও সফল না হওয়ার পেছনে ভালো বিদেশি না থাকাকেই কারণ মনে করেন নাসির।  

তিনি বলছিলেন, ‘আরও ভালো বিদেশি আমরা আনতে পারতাম। আমার কাছে মনে হয় দলটা একদম শেষ মুহূর্তে করেছে। উনারা (মালিকপক্ষ) একদম অনভিজ্ঞ। উনাদের কোনো অভিজ্ঞতাই ছিল না যে দল কেমন করা উচিত, দলে কী ধরনের ক্রিকেটার দরকার। এদিক থেকে একটু পিছিয়ে ছিলাম। একটা বছর গেল। এটা যদি পরের বছরও থাকে, আরও ভালো পরিকল্পনা করে দল করতে হবে। ’

‘আমার সঙ্গে পরামর্শ করেছে। আমি কয়েকজন ক্রিকেটারের নাম বলেছিলাম। তবে তারা খেলার জন্য ফ্রি ছিল না। কারণ এখন সব জায়গায় খেলা হচ্ছে। যে কারণে সবাইকে পাওয়া যায়নি। যাদের পেয়েছে তাদের আনা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।