একদম হুট করেই জাতীয় দল থেকে আড়াল হয়ে যান ইমাদ ওয়াসিম। ফর্ম চলছিল ঠিকঠাক, তবুও ২০২১ সালের নভেম্বরে জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি।
পাকিস্তানি এক টিভিতে দেওয়া সাক্ষাৎকারে ইমাদ বলেন, ‘গত দেড় বছর ধরে আমাকে জাতীয় দল থেকে দূরে রাখার কারণ তারা (নির্বাচক) আমাকে কখনোই বলেই। আমি এমনটা আর হতে দেবো না। এবার তেমন কিছু হলে আমি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেব। ’
‘ক্যারিয়ারের এমন এক পর্যায়ে আছি যেখানে কোনো কারণ ছাড়াই যদি বাদ দেওয়া হয় তাহলে আমি ব্যবস্থা নেব। নিজের সামর্থ্য নিয়ে আমি আত্মবিশ্বাসী। আমি যদি তেমন বোলার হতাম, যাকে কন্ডিশনের ওপর নির্ভরশীল বলা হয় তাহলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে আমাকে ডাকা হতো না। ’
জাতীয় দলে না থাকায় আর্থিকভাবে কোনো ক্ষতি হয়নি ইমাদের, ‘ (জাতীয়) দলের বাইরে থাকার সময় আমার কোনোরকম আর্থিক সমস্যা হয়নি। উল্টো আমি পাকিস্তানের হয়ে খেলে যা আয় করতাম, তার চেয়ে ১০ গুণ বেশি আয় করেছি। ’
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এএইচএস