ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সামনে ‘বড় বড় খেলা’, তাসকিন তাই কষ্ট করছেন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মে ৯, ২০২৩
সামনে ‘বড় বড় খেলা’, তাসকিন তাই কষ্ট করছেন

চোট তাসকিন আহমেদের নিয়মিত সঙ্গী। মাঝে নিজেকে আমূল বদলে দারুণভাবে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করছেন তিনি।

কিন্তু ইনজুরি তার পিছু ছাড়েনি। এই মুহূর্তে পিঠের চোট থেকে সেরে উঠার লড়াইয়ে আছেন তাসকিন। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ চলাকালীন পুরোনো ব্যথা জেগে ওঠে।

এরপর তিনি ওই সিরিজের একমাত্র টেস্ট খেলতে পারেননি, নেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও। কবে ফিরবেন তাসকিন? মঙ্গলবার এই পেসার নিজেই জানিয়েছেন, সপ্তাহখানেক পরই বোলিংয়ে ফিরবেন। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে খেলার ব্যাপারেও আশাবাদী তাসকিন।

মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আল্লাহ রহমতে খুব সুন্দর প্রক্রিয়ায় পুর্নবাসন চলতেছে। আগের থেকে অনেক উন্নতি হয়েছে। আশা করা যাচ্ছে, এক দেড় সপ্তাহের মধ্যে লো ইন্টেনসিটিতে বোলিং শুরু করব। সম্পূর্ণ আসলে প্রগ্রেসনের উপর নির্ভর করবে। আশা করছি, এক দেড় সপ্তাহের মধ্যে বোলিং শুরু করব। ’

‘আমাদের বোর্ডের আন্ডারে রিহ্যাবিলিটেশনের যে হেড, জুলিয়ান। ওর প্রোগ্রাম অনুযায়ী কাজ করছি। বোর্ডের তত্ত্বাবধনে। আল্লাহ যদি চায়, তাহলে দেখবেন (আফগানিস্তান সিরিজে) আমারও আশা। যদি তেমন কোনো সমস্যা না হয়, তার আগেই পুরোপুরি সুস্থ হওয়ার কথা। ’

এ বছরই ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে হওয়ার কথা এশিয়া কাপও। দুই টুর্নামেন্টেই বাংলাদেশের স্বপ্নটা বেশ বড়। তাসকিন আহমেদ তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এমন প্রত্যাশা অনেকের। তাসকিন নিজেও বলছেন বড় স্বপ্নের কথাই।

তিনি বলেন, ‘না আসলে, একজন পেশাদার খেলোয়াড় হিসেবে এই প্রসেসের বাইরে কিছু নাই। যে কারো জন্য। আল্লাহ রহমতে দলে সবার মধ্যে ওয়ার্ক এথিকস ও প্রসেসটা ভালো বিল্ড হচ্ছে। এবং সেই সাথে আমাদের দলের ইউনিটি ও প্রসেসটা অনেক ভালো যাচ্ছে। ’

‘এই জিনিসটা চাই, এই সুন্দর প্রসেস বিল্ডিংয়ের প্রসেসটা শুধু ন্যাশনাল টিম না, আন্ডার ১৫-১৬ এর খেলোয়াড়রাও আনে যে, না আমাদের মধ্যেও একটা ডিসিপ্লিন বা প্রসেসের মধ্যে থাকতে হবে। নিজেরাও বড় ক্রিকেটার হতে পারব, সাথে দেশও লাভবান হবে। এটাই আরকি। ’

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।