ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

‘টুর্নামেন্টে নিয়মিত না খেললে পারফর্ম করা কঠিন’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, সেপ্টেম্বর ২৮, ২০২৫
‘টুর্নামেন্টে নিয়মিত না খেললে পারফর্ম করা কঠিন’ ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান এনামুল হক বিজয় মনে করেন, নিয়মিত খেলার সুযোগ না পেলে আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্স করা কঠিন। জাতীয় ক্রিকেট লিগ এনসিএল চলাকালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিজয়।

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি আসলাম, একটা টুর্নামেন্ট খেললাম, ৩ ম্যাচ বা ২ ম্যাচের সিরিজ বা এশিয়া কাপে এক ম্যাচ খেললাম- এরকম খেললে, আসলে-গেলে, ড্রেসিংরুমে না থাকলে অনেক সময় পারফর্ম করা সহজ হয় না। ’

বিজয় মনে করেন, দলে জায়গা ধরে রাখতে হলে খেলোয়াড়দের নিয়মিত সুযোগ পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পরপর সুযোগ পাওয়া, কিংবা সিরিজে এক বা দুই ম্যাচ খেলে বাদ পড়ে যাওয়া খেলোয়াড়দের আত্মবিশ্বাসে প্রভাব ফেলে।

বাংলাদেশের মতো প্রতিযোগিতাপূর্ণ দলে জায়গা ধরে রাখা চ্যালেঞ্জিং। তবুও বিজয়ের মতে, নিয়মিত খেলার সুযোগ থাকলে যে কোনো ক্রিকেটার নিজের সেরা পারফরম্যান্স তুলে ধরতে পারেন।

বিজয় আরও বলেন, দলের সঙ্গে থাকা এবং ড্রেসিংরুমের পরিবেশে থাকার মাধ্যমে একজন ক্রিকেটার মানসিকভাবে প্রস্তুত থাকেন, যা মাঠে তার পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলে।

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।