ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভালো শুরুর পর শান্তর বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মে ১৪, ২০২৩
ভালো শুরুর পর শান্তর বিদায়

বল ব্যাটে আসছিল দারুণভাবে। আগের ম্যাচে সেঞ্চুরির রেশ যে কাটেনি সেটা বোঝা যাচ্ছিল তখনই।

কিন্তু এবার ভালো শুরু পেয়ে সেটা ধরে রাখতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ফিরতে হলো ৩৫ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান। তামিম ইকবাল ২১ ও লিটন দাস ব্যাট করছেন ৫ রানে।

চেমসফোর্ডে সিরিজ জয়ের মিশনে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। রনি তালুকদারের বিদায়ে দলীয় ১৮ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ১৪ বলে চার রান করে ফেরেন অভিষিক্ত।  ইনিংসের তৃতীয় ওভারে জশ লিটলের বলে খোঁচা মেরে সেকেন্ড স্লিপে থাকা বালবার্নির হাতে ক্যাচ দেন তামিম। কিন্তু সহজ ক্যাচ লুফে নিতে পারেননি বালবার্নি। এরপর থেকে অবশ্য নিজেকে সামলে নিয়ে ব্যাটিং করতে থাকেন বাংলাদেশ অধিনায়ক।

ক্রিজে এসেই শান্তর ব্যাটিংয়ে মিলতে থাকে আগ্রাসীর ছোঁয়া। জশ লিটলকে চার মেরে খোলেন রানের খাতা। ৩২ বলে ৩৫ রান নিতেই তার ইনিংসে ছিল সাতটি চারের মার। কিন্তু লেংথের কিছুটা ওপরে পিচ করা ডেলিভারিতে বল তার ব্যাটের কানায় লেগে সোজা চলে যায় স্লিপে থাকা বালবার্নির হাতে। তামিমের ক্যাচ মিস করলেও, এটা কোনোভাবেই ছাড়েননি তিনি। তাতে ভাঙে ৪৯ রানের জুটি।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মে ১৪, ২০২৩   

এএইচএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।