তিন ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারতীয় নারী ক্রিকেট দল। যার মধ্যে ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত।
শুরুতেই ৯ জুলাই প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে ভারতের বাংলাদেশ সফর। ১১ ও ১৩ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুইটি ম্যাচ। দুইদিন বিরতি দিয়ে ১৬ জুলাই প্রথম ম্যাচের মাধ্যমে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২২ জুলাই।
ওয়ানডে ও টি-টোয়েন্টি দুইটি সিরিজই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১১ বছর পর এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে নারীদের কোনো সিরিজ। এর আগে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই মাঠে লড়েছিল টাইগ্রেসরা।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
আরইউ