ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

আফগানিস্তান সিরিজ এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে যথেষ্ট: হাথুরু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
আফগানিস্তান সিরিজ এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে যথেষ্ট: হাথুরু

চট্টগ্রাম:  ওয়ানডেতে ঘরের মাঠে একপ্রকার অপ্রতিরোধ্য বাংলাদেশ। বিদেশের মাটিতেও পাল্লা দিয়ে লড়ে থাকে প্রতিপক্ষের বিপক্ষে।

তাই এবার এশিয়া কাপ ও বিশ্বকাপে দলকে নিয়ে উচ্চাশা কাজ করছে সমর্থকদের মধ্যে।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে দুটো বড় টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই ধরা হচ্ছে। আজ রোববার (৩ জুলাই) দুপুরে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজটি নিয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আফগান দল নিয়ে তিনি বলেন, ‘আফগানিস্তান সম্প্রতি ভালো ক্রিকেট খেলছে। তাদের ভালো বোলিং ইউনিট আছে। পাশাপাশি চারজন ভালো ব্যাটারও রয়েছে। তারা একদিনের ক্রিকেটের জন্য ভালো টিম। যদিও আমরা সর্বশেষ টেস্ট ম্যাচটি জিতেছি। তবে এটা ভিন্ন ফরম্যাট। ’

এখনও এশিয়া কাপের সূচি প্রকাশ হয়নি। বাংলাদেশের জন্য এটি সমস্যার কারণ হতে পারে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে হাথুরু বলেন, ‘আমি তা মনে করি না। তারা (বাংলাদেশ) অনেক ভালো ক্রিকেট খেলছে। এশিয়া কাপের আগে আমাদের কাছে এ সিরিজ রয়েছে। এছাড়া বিশ্বকাপের আগে কয়েকটি অনুশীলন ম্যাচও আছে। আমি মনে করি এশিয়া কাপ এবং বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এতটুকুই যথেষ্ট। ’

যেহেতু সামনে ক্রিকেট বিশ্বকাপ, এর আগে এই সিরিজে দল নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা চালানো হবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নে তার উত্তর, ‘আমার এ সিরিজ কিছু খেলোয়াড়কে বাজিয়ে দেখার চেষ্টা করছি। সকলেই জানেন আমরা আসলে কি করতে চাচ্ছি। অবস্থা অনুযায়ী দলের ব্যটিং গভীরতা কেমন হবে তা নিয়ে কাজ করছি। ’

চট্টগ্রামে আগামী ৫ জুলাই মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩

এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।