ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

নির্দিষ্ট কাউকে নয়, আফগানিস্তানের পরিকল্পনা পুরো বাংলাদেশ দলকে নিয়েই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
নির্দিষ্ট কাউকে নয়, আফগানিস্তানের পরিকল্পনা পুরো বাংলাদেশ দলকে নিয়েই

চট্টগ্রাম: বাংলাদেশের বিপক্ষে এবার ভালো খেলার প্রত্যাশা করছেন হাশমতুল্লাহ শহীদি। গত বছর সিরিজ হারলেও বিষয়টি এবার আর মাথায় রাখতে চান না আফগানিস্তানের অধিনায়ক।

তাই তো নিজেদের পরিকল্পনায় কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে না রেখে, পুরো দলকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন তিনি।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসে এমন মনোভাবের কথা জানান হাশমতুল্লাহ। সাংবাদিকেদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো একজন খেলোয়াড়কে নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। আমরা পুরো (বাংলাদেশকে) দলকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছি।

সদ্য শেষ হওয়া একমাত্র টেস্টে বাংলাদেশের পেসাররা ভালোই পরীক্ষা নিয়েছেন আফগান ব্যাটারদের। দুই ইনিংসে ১৪ উইকেট নিয়েছেন এবাদত-তাসকিনরা। তাই সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশি পেসারদের নিয়ে আফগানিস্তান দলের পর্যবেক্ষণ জানতে চান সাংবাদিকরা।

সিরিজে বাংলাদেশি পেসারা এগিয়ে থাকবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে আফগান অধিনায়কের উত্তর, আমরাও এখানে খেলতে এসেছি। সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। তারা (বাংলাদেশ) টিম হিসেবে অবশ্যই ভালো। তবে আমরাও গত দুই বছর ধরে ভালো খেলছি। আমাদের ভালো স্পিনারের পাশাপাশি ভালো পেস ইউনিটও রয়েছে। ম্যাচ জিততে হলে স্পিনারের পাশাপাশি পেসারদেরকেও ভালো করতে হবে। তাদের পেস বোলিং নিয়ে চিন্তা না করে নিজেদের শক্তি-সামর্থ্য নিয়ে ভাবছি আমরা।

এসময় উইকেট নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে হাশমতুল্লাহ বলেন, পিচ দেখে ব্যাটিং উইকেটের মতো মনে হচ্ছে। আশা করছি ভালো কিছু হবে। তবে যা-ই হোক দুই দলের জন্যই সমান।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
এমআর/টিসি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।