শতভাগ ফিট না হওয়া সত্ত্বেও আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নেমেছেন তামিম ইকবাল। ইনিংস ওপেন করতে নেমে তার শুরুটাও ছিল বেশ সাবধানী।
ইনিংসের সপ্তম ওভারে আফগান পেসার ফজলহক ফারুকির বলে থার্ড ম্যান অঞ্চলে কাট করতে চেয়েছিলেন তামিম। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে জমা হয় উইকেটকরক্ষক রহমনুল্লাহ গুরবাজের গ্লাভসে। ড্রেসিংরুমে ফেরার আগে ২১ বলে ১৩ রান করেছেন তামিম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭.৪ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৯ রান।
আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আফগানরা।
বাংলাদেশের একাদশে কয়েকটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন পেসার ইবাদত হোসেন, ফিরেছেন আফিফ হোসেন। এছাড়া বাদ পড়েছেন রনি তালুকদার এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। ফিরেছেন সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ। আর শতভাগ ফিট না হওয়া সত্ত্বেও একাদশে আছেন অধিনায়ক তামিম ইকবাল।
অন্যদিকে আফগানিস্তানের জার্সিতে অভিষেক হচ্ছে মোহাম্মদ সালিমের। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন গুলবাদিন নায়িব।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
এমএইচএম