ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিম ফেরায় উচ্ছ্বসিত ইয়ান বিশপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
তামিম ফেরায় উচ্ছ্বসিত ইয়ান বিশপ

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বার্তা দিয়েছেন তামিম ইকবাল। তাতে খুশির জোয়ারে ভাসছে তার ভক্তকূল।

দেশের মতো আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনেও অন্যতম আলোচনার বিষয় ছিল তামিমের অবসরের ঘোষণা। সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসার পর খুশি হয়েছেন প্রখ্যাত ধারাভাষ্যকার ও সাবেক ক্যারিবিয়ান পেসার ইয়ান বিশপ।

টুইটারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বিশপ লেখেন, ‘আমি খুশি যে তামিম ইকবাল ফিরেছে। সে আমার কাছে বাংলাদেশের সর্বকালের দুই প্রিয় ব্যাটারের একজন। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একদিনের ব্যবধানে নিজের সিদ্ধান্তের পরিবর্তন আনেন তামিম। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমে তিনি বলেন, ‘আজকে দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার বাসায় আমন্ত্রণ করেছিলেন। উনার সঙ্গে আমি অনেকক্ষণ আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে খেলায় ফিরে আসতে। তো আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে উঠিয়ে নিচ্ছি। ’

‘আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা অসম্ভব। সাথে মাশরাফি ভাই, পাপন ভাই ইজ বিগ বিগ ফ্যাক্টর। মাশরাফি ভাই অবশ্য আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য ছুটিও দিয়েছেন। আমার যা চিকিৎসা আছে, আমি যেন মেন্টালি ফ্রি হতে পারি। আমার যা করার আছে। দেড় মাস পর, ইনশাল্লাহ আমি খেলবো। ’

আপাতত দেড় মাসের ছুটিতে থাকবেন তামিম। সবকিছু ঠিক থাকলে এশিয়া কাপ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন এই ওপেনার।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এএইচএস

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।