ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের ব্রেক থ্রুর পর ইবাদত-মিরাজের আঘাত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
সাকিবের ব্রেক থ্রুর পর ইবাদত-মিরাজের আঘাত ছবি: সোহেল সরওয়ার

রহমানুল্লাহ গুরবাজের ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে রানের পাহাড়ের দিকে ছুটছিল আফগানিস্তান। তবে গুরবাজকে থামিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান।

এরপর দ্রুত আরও দুই উইকেট হারিয়েছে সফরকারীরা। পরের দুই উইকেট ভাগ করে নিয়েছেন ইবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ। আর তাতে ম্যাচে ফিরেছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভারে ৩ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ২৬৭ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টাইগারদের জন্য আজ লড়াইটা সিরিজ বাঁচানোর। কেননা প্রথম ম্যাচে ডিএলএস মেথডে ১৭ রানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে আফগানরা। আজ জিতলেই সিরিজ নিশ্চিত তাদের।  

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। তামিমের জায়গায় ঢুকেছেন নাঈম শেখ। বিশ্রামে রাখা হয়েছে পেসার তাসকিন আহমেদকে। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন আরেক পেসার এবাদত হোসেন। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে আফগানিস্তান।

ইনিংস ওপেন করতে নেমে ব্যাট হাতে ঝড় তুলেছেন রহমানুল্লাহ গুরবাজ। বাংলাদেশের সব বোলারদের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন এই আফগান ওপেনার। ১০০ বলের মোকাবিলায় তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরিও। তবে সেখানেই থামেননি গুরবাজ। আরেক ওপেনার ইব্রাহীম জাদরানকে নিয়ে গড়েছেন জুটির রেকর্ডও।  

অন্যপ্রান্তে জাদরান সাবধানী ব্যাটিং করলেও একপ্রান্তে স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়েছেন গুরবাজ। এই জুটি ছুটছিল বিশ্বরেকর্ড গড়ার দিকেও। তবে বিশ্বরেকর্ড না হলেও আফগানিস্তানের হয়ে যেকোনো জুটিতে সর্বোচ্চ রানের (২৫৬) রেকর্ড গড়েছেন তারা। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে ২০১০ সালের ১৬ আগস্ট ২১৮ রানের জুটি গড়ে রেকর্ড গড়েছিলেন মোহাম্মদ শাহজাদ ও করিম সাদিক।

দুরন্ত গতিতে ছুটতে থাকা গুরবাজ ও ইব্রাহীমের জুটিকে ইনিংসের ৩৭তম ওভারে থামিয়ে দেন সাকিব। এই বাঁহাতি স্পিনারের বলে লেগ বিফোরের শিকার হয়ে ফিরেছেন গুরবাজ। তবে এর আগে তার ব্যাট থেকে আসে ১২৫ বলে ১৪৫ রানের দুর্দান্ত এক ইনিংস, যা ১৩টি চার ও ৮টি ছক্কায় সাজানো। গুরবাজের বিদায়ে দলীয় ২৫৬ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান।

পরের ওভারে আঘাত হানেন বাংলাদেশের পেসার ইবাদত হোসেন। তার বলে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনে নামা রহমত শাহ। এরপর আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শহীদিকে (২) বোল্ড করে ফেরান অফ-স্পিনার মেহেদী হাসান মিরাজ। প্রথম উইকেট হারানোর পর ১০ রান যোগ হতেই আরও দুই উইকেট হারায় আফগানরা।  তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরির পথে ছুটছেন জাদরান।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।