ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ভারতের সামনে ১১৫ রানের লক্ষ্য দিল মেয়েরা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, জুলাই ৯, ২০২৩
ভারতের সামনে ১১৫ রানের লক্ষ্য দিল মেয়েরা ছবি: শোয়েব মিথুন

প্রথম ওভারেই গেল মেডেন। এরপর দুই উদ্বোধনী ব্যাটার রান তুলছিলেন ভালোভাবেই।

কিন্তু দ্রুতই তিন উইকেট হারিয়ে বাংলাদেশ পড়ে বিপাকে। পরে উইকেট না হারালেও রান উঠেনি প্রত্যাশা অনুযায়ী।  

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত নারী দল। ৫ উইকেট হারিয়ে সফরকারীদের সামনে ১১৫ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভার মেডেন দেয় বাংলাদেশ। পূজা বাস্ত্রেকারের ছয় বলের কোনোটিতেই রান নিতে পারেননি সাথী রানি। এরপরই ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় স্বাগতিক মেয়েরা। ইনিংসে পঞ্চম ওভারে গিয়ে আউট হন উদ্বোধনী ব্যাটার শামীমা সুলতানা।  

আউট হওয়ার আগের দুই বলে ছক্কা ও চার হাঁকান। ১৩ বলের ইনিংসে ১৭ রান করে জেমাইমা রদ্রিগেজের হাতে ক্যাচ তুলে দেন শামীমা। আরেক উদ্বোধনী ব্যাটার সাথী ফেরেন পূজার বলেই। এর আগে ৪ চারে ২৬ বলে ২২ রান করেন তিনি।

মাঝে তিন নম্বরে খেলতে নেমে ভালো শুরু পান সোবহানা মোস্তারি। কিন্তু এই ব্যাটারও ৩৩ বলে ২২ রান করে স্টাম্পিংয়ের শিকার হন শেফালী ভার্মার বলে। বাংলাদেশ দলের জন্য বড় ক্ষতি হয় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির রান আউটে।  

৭ বলে ২ রান করে সুবহানার সঙ্গে ভুল বোঝাবুঝিতে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। এরপর বাংলাদেশ উইকেট না হারালেও রান করতে পারেনি দ্রুতগতিতে। ২৮ বলে দুই ছক্কায় ২৮ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। ১৩ বলে ১১ রান আসে রিতু মণির ব্যাট থেকে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।