ঢাকা, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটারদের মানসিকতায় বড় রানের ঘাটতি দেখছেন বাংলাদেশ কোচ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
ব্যাটারদের মানসিকতায় বড় রানের ঘাটতি দেখছেন বাংলাদেশ কোচ ছবি: শোয়েব মিথুন

হাসান তিলকারাত্নে কোচ হয়ে আসার পর থেকে বদলে যাচ্ছে নারী দলের চেহারা। বেশ কিছু সিনিয়র ক্রিকেটার বাদ পড়েছেন দল থেকে, সুযোগ মিলেছে তরুণ ক্রিকেটারদের।

ফিটনেস, ফিল্ডিংয়েও আছে উন্নতির ছাপ।  

বাংলাদেশের জন্য অবশ্য বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং। বেশ কিছু ক্রিকেটাররা শুরু পেলেও রান বড় করতে পারছেন না নিজেদের। দলের রানও বড় হচ্ছে না তাতে। সমস্যাটা কি টেকনিক্যাল নাকি মানসিক? এমন প্রশ্ন শুক্রবার করা হয়েছিল হেড কোচ হাসান তিলকারাত্নেকে।

জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয়, তারা টেকনিক্যালি ভালো। কাছ থেকে পর্যবেক্ষণ করলে বোঝা যায়, তারা টেকনিক্যালি ভালো। তবে তাদের মানসিকতা বড় ইনিংস খেলার জন্য প্রস্তুত নয়। তো তাদের সঙ্গে কাজ করতে হবে। এছাড়া ফিটনেসও গড়পড়তার নিচে। আমাদের এখন নতুন ট্রেনার আছে, ইংল্যান্ড থেকে এসেছে। সে কাজ করছে। এই সিরিজের পর একটা ফিটনেস ক্যাম্প হবে, ৬ সপ্তাহের। আমি নিশ্চিত, তারা ঠিকভাবে ফিরে আসবে। ’

‘ব্যাটিং একটি বড় চিন্তার কারণ। ওরা উইকেটে থিতু হয়ে আউট হয়ে যাচ্ছে। সবচেয়ে কঠিন কাজ হলো, থিতু হওয়া। ভালো শুরু পাওয়ার পর, আপনি উইকেট ছুঁড়ে আসতে চাইবেন না। দ্বিতীয় ম্যাচে ২৯ ওভার শেষে ৩ উইকেটে ১০৩ রান, আমরা ভাবছিলাম চাহিদার সমান্তরালেই আছি। কিন্তু ওই সময় দূর্ভাগ্যবশত পিংকির উইকেট হারানো, আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। তো হ্যাঁ আমরা ব্যাটিং নিয়ে ভাবছি। বড় চিন্তার জায়গা হলো অনেক বেশি ডট বল খেলা। এছাড়া প্রথম পাওয়ার প্লেতেও আমরা অনেক পিছিয়ে থাকছি। আমাদের আলোচনা হয়েছে। আমি নিশ্চিত, তারা আগামীকাল ভালো পারফরম্যান্স নিয়ে আসবে। ’

ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে জেতে বাংলাদেশ এই সিরিজে। দ্বিতীয় ম্যাচ জিতে অবশ্য সমতা ফিরিয়েছে সফরকারীরা। সিরিজ নির্ধারণ হবে এখন শেষ ওয়ানডেতে। এই ম্যাচে অনিশ্চিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, খেলবেন না প্রথম ম্যাচে অসুস্থ হয়ে পড়া স্বর্ণা আক্তারও। তবুও দল আত্মবিশ্বাসী বলে জানান হাসান।

তিনি বলেন, ‘মেয়েরা আত্মবিশ্বাসী। দ্বিতীয় ম্যাচটি আমাদের প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি। এরপর আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। আমরা কিছু পরিকল্পনা নিয়ে এসেছি। এখন পারফরম্যান্সের দায়িত্ব ওদের। ক্রিকেটাররা খুব আত্মবিশ্বাসী। আশা করছি, কালকে ভালো পারফরম্যান্স নিয়ে ঘুরে দাঁড়াবে। ’

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।