ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ক্রিকেট

কানাডায় খেলতে অনাপত্তিপত্র চেয়েছেন আফিফ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
কানাডায় খেলতে অনাপত্তিপত্র চেয়েছেন আফিফ

সাকিব আল হাসান ও লিটন দাস খেলছিলেন আগে থেকেই। এবার যুক্ত হলেন আফিফ হোসেনও।

কানাডার গ্লোবাল লিগ টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন তিনি। রোববারই বোর্ডের কাছে অনাপত্তিপত্র চাওয়ার কথা রয়েছে তার।  

ক্রিকেট অপারেশন্সের একটি সূত্রে বিষয়টি জানা গেছে। আফিফের অনাপত্তিপত্র পাওয়ার সম্ভাবনাও বেশ। লিটনের দল সারে জাগুয়ার্স থেকেই ডাক পেয়েছেন আফিফ। এখন অবধি গ্লোবাল টি-টোয়েন্টিতে ৫টি ম্যাচ খেলেছে সারে। দুটিতে জিতেছে তারা, একটিতে হার ও দুটি ভেসে গেছে বৃষ্টিতে।

একসঙ্গে অবশ্য বাংলাদেশের তিন ক্রিকেটার খেলছেন না গ্লোবাল টি-টোয়েন্টিতে। সাকিব যাচ্ছেন শ্রীলঙ্কায়, সেখানে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন তিনি।  

আফিফকে নিয়ে মোট ৭ বাংলাদেশি ক্রিকেটার এ মাসে ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছেন। সাকিব মন্ট্রিয়ালের পর লঙ্কান প্রিমিয়ার লিগে গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠ মাতাবেন। লিটন সারে জাগুয়ারস, জিম-আফ্রো লিগে মুশফিকুর রহিম জোবার্গ বাফেলোস ও তাসকিন আহমেদ বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলেছেন।

এছাড়া এলপিএলে শরিফুল ইসলাম কলম্বো স্ট্রাইকার্স, তাওহিদ হৃদয় জাফনা কিংস ও মোহাম্মদ মিঠুন গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে এলপিএলে মাঠ মাতাবেন।  

বাংলাদেশ সময় : ১১৪৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।