ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোকেন সরবরাহের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন সাবেক অজি স্পিনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
কোকেন সরবরাহের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন সাবেক অজি স্পিনার

কোকেন সরবরাহের অভিযোগে গত মঙ্গলবার গ্রেপ্তার হয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল। যদিও বর্তমানে জামিনে মুক্ত আছেন তিনি।

 

২০২১ সালের এপ্রিলে সিডনিতে অপহরণের শিকার হয়েছিলে ম্যাকগিল। অপহরণকারীরা বন্দুকের মুখে আটকে রেখে বেশ মারধর করে তাকে। তখন নিজেকে নির্দোষ দাবি করেছিলেন তিনি। সেই ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশ। এরপর মাদকবিরোধী অভিযান চালায় তারা। দুই বছর পর পুলিশ সেই ম্যাকগিলের ওপরই কোকেন সরবরাহের অভিযোগ আনে।  

পুলিশ জানায়, ২০১৯ সালে ৩ লাখ ৩০ হাজার অস্ট্রেলিয়ান ডলার মূল্যের কোকেন বিক্রির সঙ্গে জড়িত ছিলেন ৫২ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার। শর্তসাপেক্ষে জামিনে মুক্ত পেলেও আগামী ২৮ অক্টোবর আদালতে হাজিরা দিতে হবে তাকে। তবে গ্রেপ্তারের সময় তার পাসপোর্ট জব্দ করেছে পুলিশ। যার ফলে দেশের বাইরে যেতে পারবেন না তিনি। এই অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তার।  

১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয়েছিল ম্যাকগিলের। ১০ বছরের ক্যারিয়ারে ৪৪ টেস্ট খেলে ২০৮ উইকেট শিকার করেন তিনি। কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের ছায়াতলে থাকায় খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তার, তা নিয়ে আক্ষেপও রয়েছে। অবসর নেওয়ার পর ক্রিকেট থেকে অনেকটাই আড়ালে চলে যান তিনি। ২০১৭ সালে বাংলাদেশের বোলিং কোচ হওয়ার গুঞ্জন উঠেছিল তাকে নিয়ে।  

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এএইচএস
  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।