ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারত তোমার সঙ্গে আছে রোহিত: কপিল দেব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
ভারত তোমার সঙ্গে আছে রোহিত: কপিল দেব

টানা দশ ম্যাচ জয় নিয়ে ফাইনালে উঠেছিল ভারত। তবে তীরে এসে তরী ডুবলো তাদের।

অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরা হলো না রোহিত শর্মার দলকে। দলের এমন হতাশার সময়ে তাদের পাশে দাঁড়ালেন সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।  

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে দুইটি স্টোরি দেন কপিল। প্রথম স্টোরিতে দলের প্রতি সমর্থন জানিয়ে দ্বিতীয়টিতে রোহিত শর্মাকে মাথা উঁচিয়ে রাখতে বলেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। টানা জয়ের পর ফাইনালে এসে এই হোঁচট একপাশে রেখে দলকে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।  

কপিল দেব বলেন, ‘তোমরা চ্যাম্পিয়নের মতো খেলেছো। নিজেদের বুক উঁচিয়ে রাখো। শিরোপা তোমাদের মনের মধ্যে গেঁথে থাকলেও তোমরাই আসল বিজয়ী। ভারত তোমাদের নিয়ে গর্বিত। ’

গতকাল ভারতের মাটিতেই নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ উঁচিয়ে ধরে অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তারা জেতে ৬ উইকেটে। আগে ব্যাট করতে নেমে রোহিত ব্যাট হাতে শুরু করেন দুর্দান্ত। তবে ৪৭ রানেই তাকে ফেরত যেতে হয় সাজঘরে। এরপর হয় ছন্দপতন। কেউ ঠিকঠাক ব্যাট করতে না পারায় অল্প রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।  

ভালো শুরু করেও রোহিতের এমন বিদায় মেনে নিতে পারেননি অনেকেই। তাইতো দোষারোপ করা হচ্ছে তাকে। অথচ আসরজুড়ে দারুণ খেলেছেন ভারতীয় এই অধিনায়ক। যে কারণে তার পাশে দাঁড়াতে ভুলেননি কপিল দেব। রোহিতকে নিজের শক্তি ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।  

সাবেক এই ভারতীয় অধিনায়ক বলেন, ‘রোহিত, তুমি যা ই করো না কেন তা ই চমৎকার হয়। তোমার জন্য ভবিষ্যতে অনেক সাফল্য অপেক্ষা করছে। আমি জানি এটা কঠিন, তবুও তোমার মন ঠিক রাখো। ভারত তোমার সঙ্গেই আছে। ’

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।