ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিষিদ্ধ মুজিব-নাভিন-ফারুকি! 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিষিদ্ধ মুজিব-নাভিন-ফারুকি! 

২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকতে না চাওয়ায় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ওপর নিষেধাজ্ঞা পেলেন তিন আফগান ক্রিকেটার- মুজিব উর রহমান, ফজলহক ফারুকি এবং নাভিন উল হক।  

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, এই তিন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হলেও তারা রাজি হননি।

দেশের হয়ে খেলার চেয়ে তারা ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। তাই আগামী দুই বছর দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনাপত্তিপত্র পাবেন না এই তিন ক্রিকেটার।

মুজিব, ফারুকি এবং নাভিন কেন্দ্রীয় চুক্তিতে না থাকতে চাইলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি চেয়েছিলেন। কিন্তু বোর্ড অনুমতি দেয়নি এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করল। যদিও সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করেছিল এসিবি। সেই কমিটির রিপোর্ট হাতে পেয়েই সিদ্ধান্ত নিয়েছে এসিবি।  

কমিটির সুপারিশ অনুযায়ী, আগামী এক বছর তাদের কেন্দ্রীয় চুক্তির জন্যও বিবেচনা না করার কথা বলা হয়েছে। এক্ষেত্রে তাদের দলে সুযোগ পাওয়া নির্ভর করবে এসিবি কর্তাদের ইচ্ছার ওপর। তাছাড়া তাদের সকল প্রকার অনাপত্তিপত্র প্রত্যাহারের কথাও বলা হয়েছে।

এদিকে বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় তিন আফগান ক্রিকেটারের আইপিএল খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। এর মধ্যে বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলা অফ-স্পিনার মুজিব আগামী আইপিএলে খেলার কথা কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। নাভিন আছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে এবং ফারুকিকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।