প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া শরফুদ্দৌলা ইবনে শহীদ এবার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।
আজ এক সংবাদ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
আগামী ১ জুন ডালাসের গ্র্যন্ড প্রেইরি স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। যেখানে আয়োজক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে কানাডা। এই ম্যাচের আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলাকে দায়িত্ব দিয়েছে আইসিসি। এখানেও একটি প্রথমে যুক্ত হচ্ছে তার নাম। প্রথম বাংলাদেশি হিসেবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব সামলাবেন তিনি।
৪৭ বছর বয়সী শরফুদ্দৌলা এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পাঁচটি ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও ২টি নারী বিশ্বকাপ ও ২০১৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের ভূমিকায় ছিলেন। শরফুদ্দৌলা আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার প্যানেলেও বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনি।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন যারা
আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ, রশিদ রিয়াজ, রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, স্যাম নোগাইস্কি, রিচার্ড ইলিংওয়ার্থ, ল্যাংটন রুসেরে, মাইকেল গফ, ক্রিস গ্যাফানি, আদ্রিয়ান হোল্ডস্টক, আল্লাহুদ্দিন পালেকার, পল রাইফেল, আসিফ ইয়াকুব, রিচার্ড কেটেলবরো, জয়ারামান মদনগোপাল, নিতিন মেনন, আহসান রাজা।
ম্যাচ রেফারি: ডেভিড বুন, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন, জাভাগাল শ্রীনাথ, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মে ২২, ২০২৪
এমএইচএম