বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজ ছিল প্রস্তুতির অংশ। কিন্তু তাতে ধাক্কাই খেয়েছে বাংলাদেশ।
এমন পারফরম্যান্স নিয়ে হতাশা আছে চারদিকে। বিশ্বকাপের ঠিক আগে র্যাংকিংয়ে অনেক পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ হেরেছে বাংলাদেশ। এটিকে হতাশাজনক বলছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বিশেষত সিরিজ হেরে যাওয়া মেনেই নিতে পারছেন না তিনি।
রোববার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘প্রথম দুইটা ম্যাচ হারা কিন্তু হতাশাজনক। এই পারফরম্যান্সটা কিন্তু কেউ প্রত্যাশা করেনি। প্রথম ম্যাচটা হতে পারতো, কারণ এমন একটা জায়গায় (যুক্তরাষ্ট্রে) খেলতে গেছি- যেখানে ১৯৯৬ এর পরে আর খেলিনি। এটা একটা কারণ হতে পারে খেলোয়াড়রা তাড়াতাড়ি মানিয়ে নিতে পারেনি। কিন্তু দ্বিতীয় ম্যাচটা খুবই হতাশাজনক পারফরম্যান্সের দিক থেকে। কালকে ওভারকাম করেছে, বিশ্বকাপের আগে আগামী ম্যাচগুলো ভালো খেলতে এই জয়টা সাহজ জোগাবে। ’
এবারের বিশ্বকাপে বাংলাদেশ কেমন করবে? এ নিয়েও নিশ্চিত নন নান্নু। যুক্তরাষ্ট্রের মাটিতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচগুলোর ভেন্যুতেও এখনও খেলেনি তারা। ভারত ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দেখার পরই ধারণা পাওয়া যাবে বলে মনে করেন নান্নু।
তিনি বলেন, ‘এখানে দাঁড়িয়ে এই মুহূর্তে বলা কঠিন। যে দুটো ভেন্যুতে খেলবো সেখানে কিন্তু আমরা পা রাখিনি। অনুশীলন ম্যাচগুলো না দেখে আগাম বলাটা মুশকিল। উইকেটের কন্ডিশন কেমন হচ্ছে, আমাদের ছেলেরা কতটা তাড়াতাড়ি মানিয়ে নিতে পারছে...’
‘আপনার এটাও মাথায় রাখতে হবে ডালাসে প্রথম ম্যাচটা খেলে, তারপরের ম্যাচটা নিউইয়র্কে। কন্ডিশনের কিন্তু অনেক পার্থক্য। অনুশীলন ম্যাচগুলো হওয়ার পর বোঝা যাবে দলের ভারসাম্যটা। তখনই আপনি এখানে দাঁড়িয়ে প্রত্যাশার কথা বলতে পারবেন। আমি এখন দেখতে চাই বাংলাদেশ কেমন খেলছে। ’
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মে ২৬, ২০২৪
এমএইচবি/এমএইচএম