স্কোয়াডে একমাত্র স্পিনার হিসেবে ছিলেন আবরার আহমেদ। তবে জাতীয় দল নয়, বরং এ দলের হয়েই তার খেলার সম্ভাবনা বেশি।
আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগের দিনই বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান 'এ' দল। জাতীয় দলের স্কোয়াডে থাকা আবরার ও কামরান গুলামকে রাখা হয়েছে এই ম্যাচের স্কোয়াডে।
তাই রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তান দলে কেবল পেসারদের ছড়াছড়ি। যদিও শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মির হামজা, মোহাম্মদ আলী, আমের জামাল ও খুররম শেহজাদের মধ্যে কারা একাদশে জায়গা করে নেবেন তা এখনো নিশ্চিত নয়। স্পিনার বলতে গেলে কেবল আগা সালমান। তার মূল পরিচয় অবশ্য ব্যাটিং অলরাউন্ডার।
প্রথম ম্যাচে না থাকলেও দ্বিতীয় ম্যাচের আগে ঠিকই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন আবরার ও কামরান। করাচিতে সেই টেস্ট শুরু হবে ৩০ আগস্ট।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
এএইচএস