ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের ব্যাটারদের সঙ্গে বাজে আচরণ করে শাস্তি পেলেন দুই ক্যারিবীয় বোলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
বাংলাদেশের ব্যাটারদের সঙ্গে বাজে আচরণ করে শাস্তি পেলেন দুই ক্যারিবীয় বোলার সংগৃহীত ছবি

সিরিজের প্রথম টেস্ট জিতে হাওয়ায় ভাসছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ওই ম্যাচে তাদের কাছে পাত্তাই পায়নি।

কিন্তু দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। জ্যামাইকার স্যাবাইনা পার্কে স্বাগতিকদের ১০১ রানে হারিয়ে দেন মিরাজ-তাসকিনরা।  

দ্বিতীয় ম্যাচে হারের শঙ্কা দেখে আগ্রাসী আচরণ করতে শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। বিশেষ করে জেডন সিলস ও কেভিন সিনক্লেয়ার। দুজনই এবার শাস্তি পেলেন। অপেশাদারি আচরণ করায় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা গুনেছেন সিলস। অন্যদিকে ১৫ শতাংশ জরিমানা হয়েছে সিনক্লেয়ারের। এছাড়া ১টি করে ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তারা।  

বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শুরুর ওভারে ওপেনার মাহমুদুল হাসান জয়কে আউট করে প্রতিপক্ষের ড্রেসিংরুমের দিকে আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করেন সিলস। এই ঘটনায় তার বিরুদ্ধে আচরণবিধির অনুচ্ছেদ ২.২০ ভাঙার অভিযোগ আনা হয়। আর ক্যারিবীয়দের একাদশে সুযোগ না পাওয়া সিনক্লেয়ার আম্পায়ারের সিদ্ধান্ত অমান্য করে বাংলাদেশি ব্যাটারদের সঙ্গে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন। তার বিরুদ্ধে আনা হয় অনুচ্ছেদ ২.৪ ভঙ্গের অভিযোগ।

ম্যাচ শেষে সিলস ও সিনক্লেয়ারের বিরুদ্ধে মাঠে অপেশাদার আচরণ করার অভিযোগ তুলে শাস্তির প্রস্তাব দেন ম্যাচ রেফারি জেফ ক্রো। দুই বোলারই শাস্তি মেনে নেওয়ায় শুনানির আর প্রয়োজন পড়েনি।  

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।