ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জন্মদিনে তামিমের খালি হাত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪
জন্মদিনে তামিমের খালি হাত বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ স্টেডিয়াম চট্টগ্রাম থেকে: গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে হংকং। টস হেরে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় হংকং।

চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল। আজ ২০ মার্চ, তামিমের ২৫ তম জন্মদিবস।
 
দেখতে দেখতে জীবনের পঁচিশ বসন্ত পার করলেন জাতীয় দলের এ ওপেনার। ২০০৭ সালে মাত্র ১৮ বছর বয়সে জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয় তার।
 
১৯৮৯ সালে এই দিনে বন্দর নগরী চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এ তারকা ক্রিকেটার। জন্মদিনটা ভালোভাবে উদযাপন করতে পারলেন না তামিম। জীবনের গুরুত্বপূর্ণ দিনে তাকে থাকতে হলো খালি হাতে।

জন্মদিনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সহযোগী সদস্য হংকংয়ের বিপক্ষে মাঠে নামেন তিনি। মাঠের বাইরে তামিম জন্মদিনে কি পেলেন না পেলেন তাতে ভক্তদের কোন চিন্তা নেই। প্রত্যাশা ছিলো খেলার মাঠে কি করেন?
 
লাকি ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নেমে শূন্য রানে বা খালি হাতে সাজঘরে ফিরলেন তামিম। হংকংয়ের পেসার তানভির আফজালের বলে শূন্যরানে পরিষ্কার বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এ ব্যাটসম্যান।

এর আগে ৩১ ম্যাচ খেলা তামিম ৩ বার শূন্য রানে আউট হন।
 
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২০ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।