ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর আইসিসি বিশ্বকাপ-২০১৫ এর পর অনুষ্ঠিত হবে জানালনে বাঙলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
তাই অতিশিঘ্রই ফ্রানচাইজিগুলোকে খেলোয়াড়দের পাওনা বুঝয়ি দেোয়ার তাগিদ দিলেন তিনি।
নাজমুল হাসান পাপন বলনে, “ আমরা বিপিএলের জন্য ২০১৪ডিসেম্বর, ২০১৫ এপ্রিল ও নভেম্বর বেছে নিয়েছিলাম। তবে র্বোড চাচ্ছেনা বিশ্বকাপের আগে কোন টি-টোয়ান্টি র্টুনামন্টে হোক। তাই বিশ্বকাপের পরে এপ্রিল মাসকেইে আমরা সেরা সময় মনে করছি।
বিপিএল এর দ্বিতীয় আসরের আগে বিসিবি খেলোয়াড়দের দেনা-পাওনার ব্যাপারে নিশ্চিত করেছিল।
এ ব্যাপারে পাপন জানান, এখনও বেশ কিছু খেেলায়াড়দের পাওনা বাকি রয়েছে। আর বিসিবি অনুসন্ধান করবে কোন কোন ক্লাব এখনও খেলোয়াড়দের পাওনা পরিষোধ করেনি।
অতিদ্রুত দেশী এবং বিদেশী সকল খেলোয়াড়দের পাওনা বুঝিয়ে দেয়ার ব্যাপারে আশ্বাস দিচ্ছি। আর ক্লাবগুলো এ ব্যাপারে আরো সর্তক হতে হব। এর ব্যতিক্রম হলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘন্টা, ২৮ আগষ্ট ২০১৪