ঢাকা: টেস্টে এক ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ আট উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এর ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১১৪ রানে গুটিয়ে গেছে সফরকারী জিম্বাবুয়ে।
১৬ ওভার ৫ বলে ৩৯ রান দিয়ে প্রতিপক্ষের আট ব্যাটসম্যানক সাজঘরে ফেরান তাইজুল।
এর আগে ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই এক ইনিংসে ৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড ছিল এনামুল হন জুনিয়রের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৯৫ রান দিয়ে এ উইকেট শিকার করেন তিনি।
এছাড়া ২০০৮ সালে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৬ রান দিয়ে ৭ উইকেট নেন সাকিব আল-হাসান।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গত ২৫ অক্টোবর শুরু হয়েছে বাংলাদেশে ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪
** শূন্য রানেই বাংলাদেশের ৩ উইকেট
** তাইজুলের স্পিনে গুটিয়ে গেলো জিম্বাবুয়ে
** ৮ম উইকেটের পতন জিম্বাবুয়ের
** ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে
** মাসাকাদজার স্ট্যাম্প উড়িয়ে দিলেন শাহাদাত
** উদ্বোধনী জুটি ভাঙলেন তাইজুল
** ৯ রানে এগিয়ে বাংলাদেশ