ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

সিরিজে লিড নিল প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, নভেম্বর ৫, ২০১৪
সিরিজে লিড নিল প্রোটিয়ারা ছবি : সংগৃহীত

ঢাকা: অ্যাডিলেড ওভালে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়ান্টিতে অস্ট্রেলিয়াকে সাত উইকেটে হারিয়ে ১-০ তে লিড নিল দ.আফ্রিকা। অজিদের দেয়া ১৪৫ রানের জবাবে এক ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় সফরকারিরা।



এদিন জয়ের লক্ষে খেলতে নেমে শুন্য রানেই উইকেট হারায় জেপি ডুমিনিরা। এর পর দ্বিতীয় উইকেট জুটিতে কুইন্টন ডি কক ও রিলে রোসো মিলে ১২৯ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। রোসো সাত চার ও তিন ছয়ে পঞ্চাশ বলে ৭৮ রান করে পেট কামিন্সের বলের আউট হন । আর ডি ককের ব্যাট থেকে আসে ৪৬ রান।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শেন ওয়াটসনের ৪৭ রানের উপর ভর করে ছয় উইকেট হারিয়ে ১৪৪ রান করে স্বাগতিকরা। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন জেমস ফ্লকনার। প্রোটিয়াদের হয়ে তিনটি উইকেট পান কাইল অ্যাবোট। ম্যাচ সেরা হয়েছেন রিলে রোসো।

আগামী নয় নভেম্বর মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ০৫ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ