ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে উইনিং কম্বিনেশনের ষোল সদস্যের অপরিবর্তিতদল নিয়ে নিউজিল্যান্ডে এর বিপক্ষে টেস্ট খেলতে মাঠে নামছে পাকিস্তান। আগামী নয় নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কিউইদের প্রথম টেস্ট খেলবে পাকিস্তান।
ব্রান্ডন ম্যাকালামরা এই সফরে তিনটি টেষ্ট, পাঁচটি একদিনের ম্যাচ ও দুটি টি-টোয়েন্টি খেলবে। এর আগে মিসবাহ উল হক বাহীনি অষ্ট্রিলিয়াকে ২-০ তে টেষ্ট সিরিজ ধবল ধোলাই করেছিল। আর এই জয়ের ফলে দীর্ঘ ২০ বছর পরে অসিদের সিরিজ হারানে স্বাদ পেল পাকিস্থান।
পিসিবির প্রধান নির্বাচক মঈন খান জানিয়েছেন নিউজিল্যান্ড এর সংঙ্গে প্রথম টেষ্ট ম্যাচে পাকিস্থান দল অপরিবর্তিত থাকবে। কারণ এই দলটিই অসিদের বিরুদ্ধে সিরিজে জয় পেয়েছিল।
তিনি আরও জানিয়েছেন এই জয়ে আমরা গর্ববোধ করি। অষ্ট্রেলিয়ার সঙ্গে বীরের মত থেলেছে ছেলেরা । আর আমরা ধারাবাহিক ভাবে জয় ধরে রাথতে চাই।
পাকিস্তান দল: মিসবাহ উল হক(অধিনায়ক), আহমেদ শেহজাদ, আসাদ শফিক, আজহার আলী, এহসান আদিল, হারিস সোহেল, ইমরান খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ তালহা, রাহাত আলী, সরফরাজ আহমেদ(উইকেটরক্ষক), শান মাসুদ, তৌফিক উমর, ইয়াসির শাহ, ইউনুস খান ও জুলফিকার বাবর।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ০৬ নভেম্বর ২০১৪