ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৪
পাকিস্তানের উড়ন্ত সূচনা

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে এক উইকেটে ২৬৯ রান করেছে পাকিস্তান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানকে দারুন শুরু এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও আহমেদ শেহজাদ।

তারা দুজনে ১৭৮ রানের পার্টনারশিপ গড়েন। হাফিজ ব্যাক্তিগত ৯৬ রান করে অ্যান্ডারসনের বলে আউট হন।

তবে শেহজাদ তার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন। তিনি ২২১ বল খেলে ১২ টি চারের সাহায্যে শতক পূর্ণ করেন। আর দিন শেষে ১২৬ রান করে অপরাজিত আছেনন এই ডান হাতি । অপরপ্রান্তে ১১৪ বল থেকে ৪৬ রান করে অপরাজিত আছেন আজহার। তারা দুজন অপরাজিত ৯১ রানের পার্টনারশিপে থেকে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন।

এদিকে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম যেন নিজেদের করে নিয়েছে পাকিস্তান। কদিন আগে এই মাঠেই অস্ট্রেলিয়াকে ৩৫৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-০ সিরিজ জিতেছিল পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘন্টা, ৯ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।