ঢাকা: দ্বিতীয়বারের মত চেন্নাইয়ে নিজের বোলিং টেস্ট করালেন পাকিস্তানের নিষিদ্ধ অফ স্পিনার সাইদ আজমল। আর এ টেস্ট শেষে আজমল আশাবাদি যে তার বোলিং বৈধ বলে ঘোষণা করা হবে।
আজমল বলেন, ‘আমি মনেকরি যারা আমার বোলিং টেস্ট করিয়েছে তারা আমার অ্যাকশনে সন্তুষ্ট। আমিও আশাবাদি, তবে সকল সিদ্ধান্ত আসবে তাদের থেকে। ’
গত সেপ্টম্বরে অবৈধ বোলিং অ্যাকশন প্রমাণিত হওয়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার হন আজমল। তখন আজমল বোলিং করার সময় তার হাত ৪২ ডিগ্রি পর্যন্ত বাঁকাতো। যেখানে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ১৫ ডিগ্রি ভাঙতে পারবে।
পরে আজমল পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাকলাইন মুশতাকের অধীনে বেশ কিছুদিন বোলিং শুধরানোর কাজ করেছিলেন। তিনি এর আগে তিনবার আন-অফিসিয়াল টেস্ট করিয়েছিলেন। সেখানে তার অফ স্পিন ও দ্রুতগতির বলগুলো ১৫ ডিগ্রির নিচে ছিল। তবে তার দুশরা ছিল অতিরিক্ত মাত্রায়।
এদিকে এবার যদি আজমল বোলিং টেস্টে আবারো অবৈধ বলে প্রমাণিত হন তাহলে তাকে আগামী এক বছর পর্যন্ত ক্রিকেটের বাইরে থাকতে হবে।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫