ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে ষষ্ঠ ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কান ব্যাটসম্যান জিভান মেন্ডিস রান আউটের ফাঁদে পড়েন। রান আউটটি মনে হয় ওয়ানডে ক্রিকেট ইতিহাসের হাস্যকর রানআউটের মধ্যে জায়গা করে নিয়েছে।
নিউজিল্যান্ডের দেয়া ৩১৬ রানের টার্গেটে ব্যাট করছিল শ্রীলঙ্কা। দলীয় ১৫৮ রানের মাথায় চান্দিমাল ৯ রান করে রান আউট হলে পঞ্চম উইকেটের পতন ঘটে। এরপর ক্রিজে আসেন মেন্ডিস। কাকতালীয়ভাবে তিনিও রান আউটের ফাঁদে পড়েন। এ ম্যাচে মেন্ডিসসহ তিনজন লঙ্কান ব্যাটসম্যান রান আউট হন।
দলীয় ১৬৭ রানের মাথায় ড্যানিয়েল ভেট্টোরির বলে জায়গা বদল করেন কুমার সাঙ্গাকারা। তবে, দুই রান নিতে গিয়ে রান আউট হয়ে যান মেন্ডিস। অবশ্য, সাঙ্গাকারাই প্রথমে দ্বিতীয় রান নিতে আগ্রহী ছিলেন। মেন্ডিস ক্রিজের মাঝামাঝি পর্যন্ত আসার পর তাকে না বলে দেন সাঙ্গাকারা। এরপরই এ রানআউটের জন্ম দেন বাঁহাতি ব্যাটসম্যান।
উল্লেখ্য, ৪০.৩ ওভারেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন সাঙ্গাকারা। অন্য ব্যাটসম্যানদের মধ্যে কেউই তিন অঙ্কের রান করতে পারেননি। কিউই বোলারদের মধ্যে কোরি অ্যান্ডারসন একাই নেন চার উইকেট। জানুয়ারির ২৯ তারিখে দু’দলের মধ্যকার সপ্তম ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘন্টা, জানুয়ারি ২৫, ২০১৫