ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেন ওয়ার্নের ছেলের হ্যাটট্টিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
শেন ওয়ার্নের ছেলের হ্যাটট্টিক ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার স্পিন লিজেন্ড শেন ওয়ার্নের ছেলে জ্যাকসন স্কুল ক্রিকেটে হ্যাটট্টিক করেছেন। শনিবার ব্রিগটন গ্রামার স্কুলের হয়ে তিনি হ্যাটট্টিক উইকেট তুলে নেন।



জেভিয়ার কলেজের বিপক্ষে ৫ বলে ৪ উইকেট তুলে নেন ১৮ বছর বয়সী এই তরুণ।
 
জ্যাকসন যেন তার বাবা শেন ওয়ার্নকেই অনুকরণ করলেন! ১৯৯৪-৯৫ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চমদিনে এ মাঠেই হ্যাটট্টিক করেছিলেন ওয়ার্ন। পরপর তিন বলে সেদিন ফিরিয়েছিলেন ফিল ডিফ্রিটাস, ড্যারেন গফ ও ডিভন ম্যালকমকে। তার হ্যাটট্টিকেই সে ম্যাচে অস্ট্রেলিয়া ২৯৫ রানে জয়ী হয়।

ছেলের স্মরণীয় এ ম্যাচটি দেখেছেন তার বাবা। এ ম্যাচ দেখার পর শেন ওয়ার্ন বলেন, আমার ছেলে সত্যিই এটি করেছে। সে খুব ঠান্ডা মাথার ক্রিকেটার আর লাজুকও বটে। ওয়ার্ন তার টুইটার অ্যাকাউন্টে ছেলেসহ একটি ছবি পোস্ট করে লিখেন, জ্যাকসন এটি করেছে! দারুণ একটি হ্যাটট্রিক, ৫ বলে ৪ উইকেট!

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।