ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

উজ্জীবিত স্কটিশদের মুখোমুখি স্বাগতিক কিউইরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
উজ্জীবিত স্কটিশদের মুখোমুখি স্বাগতিক কিউইরা

ঢাকা: চলতি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছে স্বাগতিক নিউজিল্যান্ড।   নিজেদের দ্বিতীয় ম্যাচে ড‍ানেডিনে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) স্কটল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

সবদিক থেকেই ম্যাচটিতে ফেভারিট কিউইরা।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ার পরও আত্মতৃপ্তিতে ভুগছে না কিউইরা, বরং গ্রুপের সবগুলো ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনালে যেতে চায় তারা। এজন্য স্কটল্যান্ডের বিপক্ষে সেরা একাদশই মাঠে নামানোর ইচ্ছা ব্ল্যাক ক্যাপসদের। তবে সেরা একাদশ মাঠে নামালেও, এই ম্যাচে কিউইদের অভিজ্ঞ স্পিনার ড্যানিয়েল ভেট্টরিকে বিশ্রাম দিতে পারে নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে ১১৭ রানে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই করে তিন রানে হেরে যাওয়ার পর বেশ আত্মবিশ্বাসী স্কটিশরা। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে কিউইদের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত তারা।  

গত বছরের অক্টোবরে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে এক রানে হেরেছিল স্কটল্যান্ড। ওই ম্যাচ থেকেও আত্মবিশ্বাসের রসদ পাচ্ছে প্রেস্টন মমসেনের দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করতে চাইলে জ্বলে উঠতে হবে স্কটিশ ব্যাটসম্যান ক্যালাম ম্যাকলিউডকে। পেসার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন পুরোদুস্তর ব্যাটসম্যান ২৬ বছর বয়সী এই তরুণ। ম্যাকলিউড ইংলিশ কাউন্টি লিগে ওয়ারউইকশাইয়ারের হয়ে খেলেন। এমনকি অতিরিক্ত ফিল্ডার হিসেবে ইংল্যান্ডের হয়ে টেস্টও খেলেছেন এই স্কটিশ। এছাড়া বিশ্বকাপ বাছাই পর্বেও দুদার্ন্ত পারর্ফম করেছেন এই ব্যাটসম্যান। এখনও পর্যন্ত করেছেন চারটি সেঞ্চুরি।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: মার্টিন গাপটিল,  ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), রস টেইলর, কেইন উইলিয়ামসন,  গ্র্যান্ট এলিয়ট, লুক রঞ্চি, কোরি অ্যান্ডারন, ন্যাথান ম্যাককালাম, টিম সাউদি, অ্যাডাম মিলনে এবং গ্লেন ম্যাকগ্লেহান।

স্কটল্যান্ডের সম্ভাব্য একাদশ: কেইল কোয়েটজার, অ্যালাক্স ম্যাকলিউড, হামিস গার্ডিনার, ম্যাট ম্যাসান, প্রেস্টন মমসেন, রিচি বেরিংটন/রব টেইলর, ম্যাথু ক্রস, জন ডেভি, অ্যালাসডায়ার ইভান্স, মাজিদ হক, ইয়ান ওয়ার্ডল।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।