ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ ক্রিকেট নিয়ে অ্যাপস কুইজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
বিশ্বকাপ ক্রিকেট নিয়ে অ্যাপস কুইজ

ঢাকা: বিশ্বকাপ ক্রিকেট প্রেমীদের জন্য ডাটা সফ্ট সিস্টেম বিডি লি. এনেছে অ্যাপস’র মাধ্যমে কুইজ প্রতিযোগিতা। বাংলাক্রিক নামের এই অ্যাপটিতে রয়েছে বাংলাদেশের সব খেলার সময়সূচি।

শুধু তাই নয়, অ্যাপসটি ডাউনলোড করলে পাওয়া যাবে বাংলাদেশের বিশ্বকাপ মিশনের ইতিহাস।

ম্যাচ সংক্রান্ত নানাবিধ তথ্য, বিশ্বকাপে বাংলাদেশের অজর্ন এবং খেলোয়ার ও দলের সর্বশেষ র‌্যাঙ্কিংও।

কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশের দলের খেলা শুরুর সময় অ্যাপে আসবে কুইজ প্রশ্ন। আর এসব কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রতি খেলায় ৩জন বিজয়ী পাবেন যথাক্রমে পাওয়ার ব্যাংক, ১৬জিবি মেমোরি কার্ড ও হেডফোন।

সিরিজ বিজয়ী পাবেন স্যামসং স্মার্ট ফোন, পাওয়ার ব্যাংক ও স্পিকার পুরস্কার। ১দশমিক  মেগাবাইট ওজনের অ্যাপসটি ডাউনলোড করা যাবে যেকোনো অ্যানড্রয়েড মোবাইল ফোনে।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।