ঢাকা: অবৈধ বোলিং অ্যাকশন বদলে নিজেকে আর ফিরে পাননি পাকিস্তানের স্পিনার সাঈদ আজমল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে ঘরোয়া লিগেও নিজের জাত চেনাতে পারেননি এ দুশরা স্পিনার।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ‘আজমল নিজের পারফর্মে হতাশ। আর বোলিং শুধরে ব্যর্থ হওয়াটাকেও খারাপ চোখে দেখছেন তিনি। যার কারণে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ফয়সালাবাদের শেষ ম্যাচেও সে খেলেনি। ’
সর্বশেষ চার ম্যাচে ৬২ গড়ে ১২৪ রানের বিনিময়ে মাত্র দুটি উইকেট নিয়েছেন আজমল। আর নতুন বোলিং অ্যাকশনে নিজেকে কোন রকমেই মানিয়ে নিতে পারছেন না তিনি।
৩৭ বছর বয়সী এ তারকা স্পিনার পাকিস্তানের হয়ে ৩৫টি টেস্ট, ১১৩টি ওয়ানডে ও ৬৪টি টি-২০ খেলেছেন। তিন ফরম্যাটের ক্রিকেটে যথাক্রমে উইকেট পেয়েছেন ১৭৮, ১৮৪ ও ৮৫টি।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এমএমএস