ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

মুস্তাফিজের জোড়া আঘাত, ঢাকা ৮৬/৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, সেপ্টেম্বর ১৮, ২০১৫
মুস্তাফিজের জোড়া আঘাত, ঢাকা ৮৬/৩ (ফাইল ফটো)

খুলনা: কার্টার মাস্টার মুস্তাফিজের জোড়া আঘাতে শুরুটা ভালো হয়নি ঢাকা বিভাগের। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৩৪ ওভারে তিন উইকেট হারিয়ে ৮৬ রান।



দেশের চারটি ভেন্যুতে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) খেলা। খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা বিভাগের বিপক্ষে খেলছে ঢাকা বিভাগ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় টসে জিতে ব্যাটিংকে নামে ঢাকা।

মুস্তাফিজের দুই উইকেটের পাশাপাশি খুলনার পক্ষে অপর উইকেটটি পেয়েছেন স্পিনার আব্দুর রাজ্জাক।

খুলনা দলে রয়েছেন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমান ছাড়াও রয়েছেন আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, তুষার ইমরান, জিয়াউর রহমান, রবিউল ইসলাম, মেহেদী হাসান, কাজী নুরুল হাসান, এনামুল ইসলাম, নাজমুস সাদাত ও মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।